// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব,পরিবার পরিকণ্পনা কর্মকর্তা ও জন্ম-মৃত্যু কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ জানুয়ারী) বেলা সাড় ১১ টায় আদমদীঘি উপজেলা পরিশদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপ পরিচালক শাহানা আখতার জাহান। এতে আরো বক্তব্য রাখেন. উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, আব্দুস ছালাম, নাহিদ সুলতানা প্রমূখ। সভায় সংশিষ্টদের নিয়মিত ভাবে জন্ম ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে তা যথা নিয়মে নিবন্ধন করার তাগিদ দেয়া হয়।