প্রতিবছর জাঁকজমক আতশবাজি ও নানা আয়োজনে ইংরেজি নববর্ষ উদযাপন করেছে আরব আমিরাত সহ মধ্যপ্রাচের দেশগুলো। তবে এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপন বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। খবর রয়টার্সের।
মঙ্গলবার রাতে শারজাহ পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নববর্ষ উদযাপনে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।
ফেসবুকে দেওয়া পোস্টে শারজাহ পুলিশ বলেছে, নববর্ষের সন্ধ্যায় কোনও ধরনের আতশবাজি কিংবা উদযাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ‘গাজা উপত্যকায় আমাদের ভাইবোনদের প্রতি সংহতি এবং মানবিক সহযোগিতার আন্তরিক প্রকাশ।’
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের যে দেশেগুলোর সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, সেই তালিকায় সংযুক্ত আরব আমিরাত অন্যতম। তারপরও দেশটি গাজা যুদ্ধ শুরুর পর থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও বেসামরিক নাগরিক হত্যার নিন্দা জানিয়ে আসছে দেশটি। এবার গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্য এ বছর নববর্ষ উদযাপন নিষিদ্ধ করেছে দেশটির শারজাহ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আবুধাবি এবং দুবাইয়ের পরে আয়তন ও জনসংখ্যায় সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বৃহত্তম আমিরাত হলো শারজাহ।