মাইকের শব্দদূষণ

আজিম উল্যাহ হানিফ, দক্ষিণ শাকতলী, নাঙ্গলকোট,কুমিল্লা।

ডিসেম্বর মাস যেন মাইকিংয়ের মৌসুম। বছরের শেষ মাসটিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, কিন্ডারগার্টেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার প্রচারণার জন্য বেছে নেয় মাইকিং করাকে। তাদের মাইকিংয়ের জন্য উৎকৃষ্ট এলাকা হিসেবে তারা আবাসিক এলাকা, বিভিন্ন অলিগলি নির্ধারণ করে। এতে তাদের স্বার্থসিদ্ধি হলেও সাধারণ মানুষের বহুবিধ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিকট এই মাইকিংয়ের ফলে প্রচুর শব্দদূষণ হয়। ছোট্র শিশু ও হার্টের সমস্যাযুক্ত মানুষদের সমস্যার পাশাপাশি সাধারণ মানুষও অতিষ্ঠ হয়ে বিরামহীন মাইকিংয়ের কারণে। মাইকের আওয়াজ এত তীব্র থাকে যে কানেরও দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়, যা কখনোই কাম্য নয়। প্রশাসনের উচিত এ বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।