// স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এর আজ রবিবার ১৭ ডিসেম্বর-২০২৩ ইংরেজি তারিখ সকাল ১১টায় রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকা রাঙামাটিতে নিজস্ব কার্যালয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মূখ্য সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ, রাঙামাটি বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান উপদেষ্টা, রাঙামাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ রাঙামাটি অঞ্চলের সাধারন সম্পাদক তপন কান্তি বড়ুয়া ও রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারন সম্পাদক চৌধুরী হারুনউর রশিদ।
প্রধান অতিথি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কাগজের পত্রিকার চেয়ে অনলাইন মিডিয়া সমুহের সংবাদ দ্রুত প্রচারিত হয়। তিনি বলেন, আমি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের পর থেকে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সাথে পরিচিত, তাদের সংবাদ প্রকাশনায় নিরপেক্ষাতা ও পার্বত্য অঞ্চলের উন্নয়ন আরো বেশী তরান্বিত হবে বলে আমরা বিশ্বাস করি। তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিশেষ অতিথি রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ বলেন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম অন্যান্যদের মত ডাক-ঢোল নাই, জৌলুস নাই, কিন্তু সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম নিউজ পোর্টালটি পাহাড়ে বিশেষ গুরুত্পূর্ণ একটি অনলাইন মিডিয়া। তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের সফলতা কামনা করেন।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান উপদেষ্টা, রাঙামাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ বলেন, হাঁটি-হাঁটি পা-পা করে আজ আমরা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের ০৯ বছর পূর্তি অনুষ্ঠান পালন করছি, একটি অনলাইন পত্রিকা নিয়মিত নয় বছর পাবলিশ করা অত সহজ কাজ নয়। ০৯ বছরে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার অনেক বাঁধা পেরিয়ে ১০ বছরে পদর্পণ করছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যানো বক্তরা বলেন,অবসান হোক বৈষম্যের এ শ্লোগান নিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টালটি অতি অল্প সময়ের মধ্যে সারা দেশে পাঠাকদের মনে স্থান করে নিয়েছে। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। রাঙামাটি তথা সারা দেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া অসহায় নিপীড়িত মানুষের কথা বলবে এই পত্রিকাটি। গত ০৯ বছরে সারা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ব্যাপকভাবে পাঠকের হৃদয়ের জায়গা করে নিয়েছে । উপস্থিত সকলেই সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মূখ্য সম্পাদক নির্মল বড়ুয়া মিলন ও জাতীয় অনলাইন নিউজ পোর্টালটির জন্য শুভকামনা জানান।
এ সময় পার্বত্য চট্টগ্রাম রিপোর্টার ইউনিয়ন এর সভাপতি মিল্টন বড়ুয়া, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. আবুল হাশেম, বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের রাঙামাটি জেলা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সদস্য আনোয়ার আজিম, বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ রাঙামাটি অঞ্চলের সিনিয়র সহ সভাপতি রবিন্দ্র লাল বড়ুয়া, রাঙামাটিতে কর্মরত অনলাইন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ০৯ বছর পূর্তি অনুষ্ঠান সঞ্চলনা করেন অনলাইন নিউজ পোর্টালটির বার্তা সম্পাদক জুঁই চাকমা।