// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা হানাদার মুক্তদিবস উপলক্ষে আদমদীঘি প্রেসক্লাবে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা দিন গুলোর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক ডেপুডি কমান্ডার আবির উদ্দিন, মোজাফ্ফর হোসেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য (অব:) কাবিল উদ্দিন, পুলিশ সদস্য (অব:) আলিমুদ্দিন, তহির উদ্দিন, আব্দুল জলিল, লোকমান হোসেন ধলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মমিন খান প্রমুখ। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারি সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।