// মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস-২০২৩ইং উপলক্ষে “উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হলে, দেশে দুর্নীতি কমবে” সংগঠনের শ্লোগানে শ্লোগানে ও “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আজ ৯ ডিসেম্বর বিকালে চৌমোহনা চত্বরে আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড.মাহবুবুল আলম শামীম। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর যৌত সঞ্চলনায় আয়োজিত গণজমায়েত বক্তব্য রাখেন- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমদ, সহ-সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী,সহ-সভাপতি জ্যেতিময় চক্রবর্তী, সমাজসেবক মোবাশির আলী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুর আলম জিকু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন মৌলভীবাজার সভাপতি মোঃ জাফর ইকবাল, এ.বি.এল এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম, মৌলভীবাজার সাংবাদিক কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সহ-সভাপতি নয়ন দেব, সাধারণ সম্পাদক এম.এ কাইয়ুম সুলতান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার দপ্তর সম্পাদক এমএ সামাদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালা উদ্দিন আহমদ, এস.এম সোসিয়াল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, কবি লুৎফুর রহমান রাইফু, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক আব্দুল মুকিদ ইমরাজ, সাংবাদিক গৌবিন্দ মল্লিক, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, সাংবাদিক রিপন আহমদ, মনজুরুল আলম, বুলবুল খাঁন, বুলু মিয়া, নোমান মিয়া, সোহেল হাকিম, জালাল চৌধুরী, বিমলেন্দু মালাকার প্রমুখ। আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস-২০২৩ইং উপলক্ষে দিনের কর্মসূচী সূচনা উপলক্ষে গণজমায়েতসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ সময় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখা, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম এর সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য- ১৯৯৮ সাল থেকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম সরকারী ও বেসরকারী বিভিন্ন কর্মসূচীতে দলমত নির্বিশেষে স্বতঃফুর্ত ভাবে অংশ গ্রহন করছে। জনগনের ন্যায্য দাবী আদায়ে আন্দোলন করছে।