পাবনায় ফিলিস্তিনে ইসরাইল জান্তার ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত

বিশেষ প্রতিনিধি ::

ইসরাইলি জান্তা সরকারের ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধনে পাবনায় বক্তারা বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনি মুসলিম নড়-নারী ও শিশুদের ওপর বর্বরোচিত হামলা হত্যাযজ্ঞ ও দেশটিকে ধংসস্তুপে পরিণত করছে। এই ধ্বংসযজ্ঞ ও নির্বিচারে গণহত্যা বন্ধের দাবী জানান বক্তারা।
আজ ১২ নভেম্বর সকাল ১১ টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা সাংবাদিক ফোরাম আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তারা এসব কথাগুলো বলেন। পাবনা সাংবাদিক ফোরাম সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, শিক্ষাবিদ আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য দেন, সিনসা সাহিত্য গোষ্ঠীর সভাপতি ও দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, পাবনা জেলা কৃষক লীগের সহ- সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রিভারাইন পিপল পাবনা জেলা শাখার সভাপতি ড. মনছুর আলম, পাবনা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা রোটা: জালাল উদ্দিন। পাবনা সাংবাদিক ফোরামের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, পাবনা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান খান, সহ-সভাপতি আলাউদ্দিন বিন কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নবী নেওয়াজ, শুচনা বক্তব্য দেন, কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির, পাবনা সদর উপজেলা সভাপতি আব্দুস সুবহান, পাবনা সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু, বাঁচতে চাইয়ের নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, শচীতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের মেম্বার আব্দুল আজিজ, বাপা পাবনার সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান, অধক্ষ কবি জেবুন্নেসা ববীন, কবি আজিজা পাভীন, সাংবাদিক তালুকদার আব্দুল হান্নান, মফস্বল সাংবাদিক সোইটির পাবনা শাখার সাধারণ সম্পাদক রবিউল রণি, সাংবাদিক আব্দুল কাইয়ুম, এটিএম নিউজ টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিন, পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমত উল্লাহ দোলন, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা শফিউদ্দিন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে মানবাধিকার ও জঙ্গি, সন্ত্রাস খুঁজতে আসে,নিষেধাজ্ঞা দেয় অথচ ইসরাইলি দখলদার জান্তাসরকার যুগযুগ ধরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ঈহুদি বসতি স্থাপন করছে, ফিলিস্তিনি মুসলিম নরী-পুরুষ ও শিশুদের হত্যা নির্যাতন চালিয়ে আসছে, ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরাইল রাষ্ট্র কায়েম করতে চায় তা মার্কিনীদের চোখে পড়ে না। বক্তারা ফিলিস্তিনের ওপর এই ন্যাক্কারজনক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবী জানান। এ সময় মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন, পাবনা রিপোর্টর্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ইছামতি থিয়েটার পরিচালক ভাস্কর চৌধুরী, উদ্দীপনার নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমিন, এনজিও প্রতিনিধি মনোয়ারা পারভীন, সাংবাদিক সানোয়ারুল ইসলাম মনসুর, শায়েস্তা খাঁ রোড জামে মসজিদের পেশ ঈমাম আমিরুল ইসলাম, দালিফ ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক সম্রাট প্রমুখ।
এ সময় সিনসা সাহিত্য গোষ্ঠী, রিভারাইন পিপল পাবনা জেলা শাখাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।