// চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে বাসের চাকায পিস্ট হয়ে মোফাজ্জল হোসেন ওরফে মোফা (৩৩) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। মোফা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার আলহাজ্ব শমশের আলীর ছেলে ছিলেন।
চালকের সহকারী বাসটি চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে মোফাকে পিষ্ট করে পার্শ্ববর্তী মার্কেটে ঢুকিয়ে দেয় বাসটি। এসময় আমজাদ হোসেন ও শহিদুল ইসলামসহ আরো চারজন আহত হন। মার্কেটের সামনে রাখা একটি মোটর সাইকেলও ভেঙ্গে চুরে যায়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চাটমোহর-ঢাকা রুটে চলাচলকারী শাহজাদপুর ট্রাভেলস (নং ঢাকা মেট্রো ব-১৪৫৭১৭) গাড়িটি ধোয়ার জন্য চালকের সহকারী স্ট্যান্ড থেকে গাড়িটি রাস্তায় নেওয়ার সময় সঠিক ভাবে ব্রেকের ব্যবহার করতে না পারায় শাহজাদপুর ট্রাভেলস এর কাউন্টারের সামনে গিয়ে মোফাজ্জল হোসেন ওরফে মোফাকে চাপা দেন। ঘটনাস্থলেই মোফার মৃত্যু হয়। এর পর পরই বাসটি পার্শ্ববর্তী মার্কেটে ঢুকে পরে। এসময় আরো চারজন আহত হন। এলাকাবাসী মোফাকে মৃতাবস্থায় উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, অসাবধানতাবশত দূর্ঘটনাটি ঘটেছে। চালকের সহকারি পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।