ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
দেশে সরকার বিরোধীদের চলমান হরতাল অবরোধের বিপক্ষে পাল্টা আ.লীগের কেন্দ্রীয় কর্মসূচি সারা দেশে শান্তি সমাবেশ ও প্রতিবাদ-বিক্ষোভ মিছিল অব্যাহত থাকায় পাবনার বেড়া উপজেলায় আ.লীগের তৃণমূল নেতা-কর্মিরা উজ্জীবিত হয়ে উঠেছে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশের সাথে নেতা- কর্মিদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে হরতালসহ টানা ৩ দিনের অবরোধ কর্মসূচির পর
পুনরায় ৫ ও ৬ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত আবারও অবরোধ কর্মসূচি চলছে। অবরোধ কর্মসূচি চলাকালে বেড়া উপজেলায় বিএনপি-জামায়াতের তৃণমূল পর্যায়ের কোন নেতা-কর্মিদের রাজপথে দেখা না গেলেও ক্ষমতাসীন দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মিরা প্রায় প্রতিদিন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অবরোধের বিপক্ষে শান্তি সমাবেশ, প্রতিবাদ-বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শো ডাউন অব্যাহত রেখেছে। অপরদিকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মিদের হাট-বাজার, মাঠ ও রাস্তাতে খুব একটা দেখা যাচ্ছে না। কিছু কিছু কর্মি-সমর্থক আড়াল আবডালে চলাফেরা করলেও নেতা পর্যায়ের অধিকাংশই পুলিশের ধর-পাকড় ও গ্রেফতার আতঙ্কে বাসা-বাড়ীতে না থেকে পালিয়ে বেড়াচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক নেতা-কর্মির সাথে কথা বলে জানা যায়। বর্তমানে সরকার বিরোধীদের চলমান আন্দোললে বেড়ার রাজপথ দখলে রেখেছে ক্ষমতাসীন আ.লীগ ও তার অঙ্গ-সংগঠনের
নেতা-কর্মিরা। এ বিষয়ে বেড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ বলেন যতদিন আ. লীগের কেন্দ্রিয় কর্মসূচি থাকবে ততদিন বেড়া উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠন তা যথাযথভাবে পালন করে যাবে এবং বেড়ার রাজপথে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসীদের থাকতে দেওয়া হবে না।