ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
সড়কে সবজি ঢেলে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদ জানিয়েছে ক্ষতিগ্রস্থ ঈশ্বরদীর কৃষকরা। অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার ( ২ নভেম্বর) দুপুরে ঈশ্বরদীর মুলাডুলিতে সবজি আড়তের সামনে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির ব্যানারে সমাবেত হয়ে কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন।
মুলাডুলি সবজি আড়তের সামনে কৃষকদের এ প্রতিবাদ কর্মসূচিতে এলাকার প্রায় চারশত কৃষক সমাবেত হয়। এসময় ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, কষ্ট করে ফসল উৎপাদন করার পর সেই ফসল যদি হরতাল-অবরোধের কারণে বিক্রি করতে না পারায় আমাদের বিপুল ক্ষতি হচ্ছে। এরইমধ্যে হরতাল ও টানা দিনদিনের অবরোধে আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। এভাবে চলতে থাকলে কৃষক সর্বস্ব হারাবে। প্রতিদিন কোটি কোটি টাকার সবজি নষ্ট হচ্ছে হরতাল-অবরোধের কারণে। আমরা হরতাল-অবরোধের মতো কর্মসূচি থেকে পরিত্রাণ চাই।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ বলেন, টানা অবরোধে কমেছে সবজির দাম, শঙ্কায় চাষিরা। আমরা কৃষক, আমরা জমিতে কৃষি আবাদ করি, এতেই আমাদের সংসার চলে। হরতাল-অবরোধের কারণে আমাদের উৎপাদিত ফসল বিক্রি করতে না পারায় মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কোনো দলের রাজনীতি করি না। তারপরেও কেন আমাদের সবজির গাদিতে আগুন লাগানো হচ্ছে। হরতাল-অবরোধ থেকে আমরা মুক্তি চাই।
সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক রেজাউল রহিম রেজা, সদস্য হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য কৃষকরা এসময় বক্তব্য রাখেন।