পাবনার ৩ আসনের নৌকার মাঝি হতে চান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহুর রহমান রোজ

বিশেষ প্রতিনিধিঃ ভারতের দেরাদুনে বিএল এফ থেকে  মুক্তিবার্তায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লাল তালিকাভূক্ত  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহুর রহমান রোজ আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। তকাল বৃহস্পতিবার ২ নভেম্বর রাত ৮টায় তার নিজ   কার্যালয়ে এই ভোট চান।  সেই সাথে  চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর ৩ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ঘোষণা করেন তিনি।  তিনি ঘোষণায় বলেন একনাগারে ৫৮বছর আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ১৯৭৫ সাল পরবর্তী সময়ে পাবনা জেলার অন্যতম নির্যাতিত পরিবারের সন্তান, তিনি ভাঙ্গুরা পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা,  পাথরঘাটা ইসলাম ও সমাজ কল্যাণ গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা স্কুল শাখার সাবেক সাংগঠনিক ও সাধারণ সম্পাদক, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জাতিসংঘে অবসরপ্রাপ্ত কর্মচারী, জাতিসংঘের চাকরিরত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ইউরোপে শাখা গঠনে অন্যতম ভূমিকা পালনকারী ও বর্তমানে বাংলাদেশ কৃষকলীগ পাবনা জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি প্রান্তিক কৃষক, সাধারণ মানুষ, তাদের সমস্যা ও চলনবিলের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি নৌকা প্রতীক পেলে আল্লাহর রহমতে বিজয়ী হয়ে এসব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাযহারুল ইসলাম মুন্নু, ভাঙ্গুড়ার বিশিষ্ট দুগ্ধ খামারি ও ব্যবসায়ি আবু সাইদ, কৃষক নেতা শাহজাহান বিশ্বাস, শফিকুর রহমান শফিক, মোস্তাক আহমেদ প্রমুখ।