// বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোর-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেকে একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু। শুক্রবার বেলা ১১ টায় বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া বাজারের একটি চাইনিজ রেস্তোরায় মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন। ব্যারিস্টার সুব্রত আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটি ও সুপ্রীম কোর্ট বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কার্যকরী সদস্য। সুব্রত ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রভাষক সেবক কুমার কুন্ডু, মুক্তিযুদ্ধ গণহত্যা পরিষদের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা এছারদ্দিন আহমেদ ও আব্দুল গাফফার উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দিলে বড়াইগ্রাম-গুরুদাসপুরে সরকারের উন্নয়নের ধারা আরও বেগবান করতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন, কৃষি ব্যবস্থার আধুনিকায়ন, নদীর স্বাভাবিক গতিপথ সচল ও পর্যটন কেন্দ্রসহ চলনবিল উন্নয়নে কাজ করবেন।