বেড়ায় ৪ দিনে ৩০ বিঘা ঘাসের জমি নদী গর্ভে বিলীন

// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
গত কয়েকদিন ধরে যমুনায় পানি কমতে শুরু করেছে। পানি কমার সময়ে দেখা দিয়েছে নদী ভাঙন। জানা যায়, বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরনাকালিয়া গ্রামের ৪ দিনের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে প্রায় ৩০ বিঘা নেপিয়ার ঘাসের জমি। আবাদি জমি নদীতে ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ভবিষ্যৎ চিন্তায় হতাশ হয়ে পড়েছে। চরনাকালিয়া গ্রামের ইসমাইল মাস্টার. আ. আজিজ, নবী মোল্লাসহ স্থানীয়রা জানান চরনাকালিয়া মৌজায় নদীর ভাঙনে বিলীন হয়ে যাওয়া জমিগুলোতে নেপিয়ার ঘাস ছিল। লোকজন বলেন, নদী ভাঙনের সম্মুখীন হয়ে পড়েছে বহু বসতবাড়িসহ আবাদি ও ফসলি জমি।