// ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক – ২০২৩ এ জেলা পর্যায়ে আবারো শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বেড়া উপজেলার ১৭ নং নাকালিয়া সপ্রাবির প্রধান শিক্ষিকা কাজী আফরোজা আজাদ বিউটি। বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২০ সেপ্টেম্বর জেলা শিক্ষা পদক কমিটির সভাপতি পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মাদ ইউসুফ রেজা স্বাক্ষরিত পত্রে বেড়ার আফরোজা আজাদ বিউটিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে ঘোষণা করেছেন। উল্লেখ, কাজী আফরোজা আজাদ বিউটি গত ২০২২ ইং সালে একই বিদ্যালয় হতে উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এ বছরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম অত্র বিদ্যালয়ের এস.এম.সি. এর সভাপতি মো. আাতিকুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক ওসমান গণি, ইউপি সদস্য মো. সিল্টু শেখ, বিদ্যালয়ের শিক্ষকগণ, নাকালিয়া ক্লাস্টারের অধীন ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।