সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তার অতিরিক্ত টাকা নেয়ায় ডিলার শোকজ

// হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চাল বস্তা প্রতি অতিরিক্ত ২০ টাকা করে বেশি নেয়ার অভিযোগে দহবন্দ ইউনিয়নের ডিলার আব্দুল মতিনকে শোকজ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য তাকে এ চিঠি দেয়া হয়। জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার দহবন্দ ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের চালের ডিলার পয়েন্ট থেকে কার্ডধারীরা ৩০ কেজি চালের বস্তা ২০ টাকা করে অতিরিক্ত নেয়া হয়। এমন অভিযোগের তদন্তে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বস্তা প্রতি ২০ টাকা অতিরিক্ত নেয়ার সত্যতা নিশ্চিত হওয়ায় ডিলার আব্দুল মতিনকে শোকজ করা হয়।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-আলম কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই ডিলারকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।