পাবনায় সন্ত্রাসী হামলায় মামলা ১১দিনেও  গ্রেফতার হয়নি কেউ

// বিশেষ প্রতিনিধিঃ

পাবনা মালঞ্চি ইউনিয়নের বয়রা কাশীনাথপুর চরপাড়ায় নিফাজ উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির  বসতবাড়িতে হামলা চালায় একদল সন্ত্রাসী।

এ ব্যাপারে নিফাজ উদ্দিন এই প্রতিবেদককে জানান মাস দুয়েক আগে এনামুল আমার বাড়িতে এসে আমার মেঝ ছেলে খোকন ও ছোট ছেলে রঞ্জুর কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে।  আমরা চাঁদা দিতে অস্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিতে থাকে।  একপর্যায়ে ১৯ আগস্ট রাত সাড়ে আটটার দিকে এনামুল তার দলবল নিয়ে আমার বাড়িতে আক্রমণ চালায়।  আমরা রাতের খাবার শেষ করে শুতে যাব এমন সময় বাড়ির মেইন গেটের বাইরে  চেঁচামেচি শুনে গেট খুলে বাইরে এসে দেখি গেটের সামনে রাখা আমাদের ট্রাকটির কাঁচ, হেডলাইট, লুকিং গ্লাসসহ দরজা ও অন্যান্য অংশ ভেঙে ফেলে ১লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। সেই সাথে ১০ হাজার টাকার মালামাল চুরি করে।  দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের বাড়ির প্রধান ফটোকেও কুপিয়েছে।

  তখন আমরা বাঁধা দিলে আমার ছোট ছেলে রঞ্জুকে বেধড়ক মারপিট করে।  তাকে কুপিয়ে জখম করলে এলাকাবাসী এসে উদ্ধার করে।  রঞ্জুকে পাবনা সদর হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এক সপ্তাহ ঢাকায় চিকিৎসার পর রঞ্জু এখন বাড়িতে চিকিৎসারত অবস্থায় আছে। 

এ ব্যাপারে রঞ্জু বলেন আমি সরল মনে তাদের ভাঙচুরে বাঁধা দিতে গেলে আমাকে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। 

এ ব্যাপারে  মোঃ খোকনের (৩৭) বাবা  নিফাজ উদ্দিন (৬৫) বাদী হয়ে গত ২০ আগস্ট তারিখে ৫জন ও অজ্ঞাতনামা আরোও ৫/৭ জনের নামে পাবনা সদর থানায় চাঁদা দাবি, হত্যার উদ্দেশ্যে মারপিট করে জখম ও একটি চুরি  মামলা দায়ের করেন। 

মালিগাছা রামানন্দপুরের মোঃ শাফিনের ছেলে এনামুল হক (২৫) ও  মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ ওহিদ (২৮), কাশিনাথপুর চরপাড়ার ইজিবার হোসেনের ছেলে মোঃ আশরাফুল, গাছপাড়া বদনা ফ্যাক্টরি এলাকার মোঃ জনি(১৯) ও চক রামানন্দপুরের জহির হোসেনের ছেলে মোঃ নাঈম (১৫) এবং অজ্ঞাতনামা আরো পাঁচ সাত জনের নামে এই মামলা দায়ের হয়েছে। 

এ ব্যাপারে পাবনা সদর থানার মামলাটির তদন্ত অফিসার মেহেদী হাসান মুঠোফোনে জানান আসামিকে অবশ্যই ধরতে হবে। তারা পলাতক কাছে। আমরা সোর্স লাগিয়েছি, খবর পাওয়া মাত্রই তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।