বগুড়া সদরে ১৪কেজি গাঁজাসহ  ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

// সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় পিকআপ ভ্যান থেকে ১৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌণে ১১ টার দিকে সদরের সাতশিমুলিয়া কালি মন্দিরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন- লালমনিরহাট সদর উপজেলার সিন্দুরীয়া দক্ষিণ মন্ডলপাড়া এলাকার বক্তার আলীর ছেলে এরশাদ আলী (৪০), খন্ডিকারপাড়া এলাকার মোকলেছুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৪০) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি এলাকার আলিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৫) ও আফসার উদ্দিনের ছেলে আতিকুর রহমান (২৫)।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ্। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশ সদরের মহাস্থান টু পীরগাছা রোডের সাতশিমুলিয়া কালি মন্দির এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশিকালে একটি পিকআপ (ঢাকা মেট্রো- ন-১১-১৪৭৭) থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার এত বড় বড় চালান বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। মাদক ব্যাবসায়ীদের মাদক মামলায় শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এই অভিযান কঠোরভাবে চলমান থাকবে।