রাজশাহীতে ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

// নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের আয়োজনে সপ্তাহব্যাপী এডিস মশার লার্ভা অনুসন্ধান করা হয়েছে। এসময় ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশন। ভ্রাম্যমান আদালতে ডেঙ্গু মশার লার্ভার পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে শনিবার সকালে মহানগরীর ভদ্রা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় এডিস মশার লার্ভা পাওয়ায় আদ দ্বীন প্রোপ্রাটিজ ও বাবুল ফিলিং স্টেশনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা কিটতত্ববিদ উম্মে হাবিবা, বিভাগীয় স্বাস্থ্য অফিসের কিটতত্বীয় টেকনিশিয়ান মো. আব্দুল বারী, রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা ( মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ। উল্লেখ্য,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু রোগীদের ভ্রমণ ইতিহাস থাকলেও এখন রাজশাহীতেই স্থানীয়ভাবে ডেঙ্গু রোগী ভর্তি হওয়া শুরু হয়েছে।#