// কামরুল হাসান , টাঙ্গাইল পতিনিধিঃ টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলাব্যাপী ১দিনে ১ লক্ষ বৃক্ষ রোপন উৎসবের অংশ হিসেবে কালিহাতী উপজেলায় একযোগে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকাল ৯ টায় উপজেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বোস্তরের জনসাধারণের অংশগ্রহণে পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।
বৃক্ষ রোপন শেষে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বোসাধারনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।