বড়াইগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

// বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম, প্রকৌশলী আবুল কালাম আজাদ, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমান, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজনীন খাতুন, ইপিআই টেকনিশিয়ান রাজীব সরকার ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম বলেন, আগামী ১৮ জুন এ প্লাস ক্যাম্পেইনে উপজেলায় মোট ৩৮ হাজার ৩৭০ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। উপজেলার মোট ১৬৮টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী তিন হাজার পাঁচশ’ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৮৭০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।