পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

// পাবনা প্রতিনিধি : বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনাতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে পাবনা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধনা করেন অতিথিরা। পরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আদালতের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ বেগম পারুল আক্তার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. সুমাইয়া সরকার ও সহকারি জজ মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য দেন। জেলা জজ মিজানুর রহমান, জেল সুপার নাছির উদ্দিন, জেলা সিভিল সার্জন মনিসর চৌধুরী, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ অনেকে।
সভায় বক্তারা বলেন- যে জাতি যত বেশী আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে সে জাতি ততো বেশী সভ্য হবে। গরীর অসহায় মানুষকে আইনী সহায়তা দিচ্ছে সরকার এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে। সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।