স্মাট বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভ’মিকা রাখতে হবে : ডেপুটি স্পিকার

// সাঁথিয়া প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনা লালন করে আগামী ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ গড়ে তুলতে হবে। এতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। কোন গুজবে কান না দিয়ে দেশ উন্নয়নে এক সাথে কাজ করতে হবে। শুক্রবার বিকালে পাবনার সাঁথিয়া উপজেলায় সাঁথিয়া প্রেসক্লাব ভবণের দ্বিতীয় তলা নির্মানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যডঃ শামসুল হক টুকু এমপি। সাঁথিয়া প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে ও সম্পাদক আঃ হাই এর পরিচালনায় আরো বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আ”লীগ সভাপতি হাসান আলী খান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান শিলা, সোহেল রানা খোকন, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও এলাকার সুধিজন।