জীবনমান উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে – জেলা প্রশাসক

// পাবনা প্রতিনিধি : পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আজ জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মডেল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার পর স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ঘোষনা দিয়েছে। স্মার্ট বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে, গৃহহীন থাকবে না। সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় মানুষের জীবন মান উন্নয়নে চিকিৎসা ভাতা, বিধাব ভাতা, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধিভাতাসহ বিভিন্ন সহযোগীতা করছে। এসব ভাতা এবং অনুদান বৃদ্ধি পাচ্ছে। এগুলো আগে ছিলনা। এসব সহযোগীতার জন্য সরকার প্রধান শেখ হাসিনার জন্য মঙ্গল কামনা করতে হবে। শেখ হাসিনার সরকার মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিয়েছে।
সোমবার সকালে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ কর্তৃক আর্থিক সহায়তার এককালীন অনুদানের চেক বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুল কবীরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রহিম উদ্দিন মৃধা, বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলা সুইট. জেলা সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার (রেজি:) শারমিন জাহান প্রমূখ।
এসময় ৬০ জনের মধ্যে ১ লক্ষ ৩২ হাজার টাকার আর্থিক সহায়তার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।