// সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় আলোচিত তিনটি চুরি ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দিনে দুপুরে হাইওয়ে রাস্তা থেকে ৭ লাখ টাকা ছিনতাই, আমেরিকা টোবাকো কোম্পানীর ১৭ লাখ টাকার মালামাল ডাকাতি। আতাইকুলা থানার সন্নিকটে ঔষুধ ও মুদির দোকানে প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আলোচিত তিনটি ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সুপারসহ একাধিক সংস্থা পরিদর্শন করছেন। পুলিশের দাবি ডাকাতি ও ছিনতাই সাজানো নাটক।
জানা যায়, আতাইকুলা বাজারের পাশে হাকিমের মোড় নামক স্থানে টোবাকো কোম্পানীর বিভিন্ন প্রকার সিগারেটের গুদাম থেকে গত ৭ মার্চ ভোর পাঁচটার দিকে গার্ডকে জিম্মি করে প্রায় ১৭ লাখ টাকার মালামালসহ সিসিটিভির ডিভাইস নিয়ে যায় ডাকাত দল । ঘটনায় আতাইকুলা থানায় মামলা হয়েছে। যার নং ৮ তা ৯/৩/২৩। গত ১৪ মার্চ সকালে পাবনা- ঢাকা মহাসড়কের মাধপুর হাইওয়ে থানার সামনে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই হয়েছে। আতাইকুলা থানায় মামলা হয়েছে। গত ১৮ মার্চ রাতের যে কোন সময় আতাইকুলা থানার সন্নিকটে বাজারের মাষ্টার মেডিক্যাল হলে ও কাজিপুর ট্রেডার্সের মুদি দোকানে চালের টিন কেটে চুরি হয়েছে। এতে তাদের প্রায় পাচ লাখ টাকার মালামাল নিয়েছে চোরেরা। তিনটি ঘটনায় পৃথক পৃথক অভিযোগে মামলা হয়েছে।
দেশের খ্যাতনামা কাপড়ের হাট আতাইকুলা হাটে রং, সুতা, কাপড়ের কোটি কোটি টাকার ব্যবসা করেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আতাইকুলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বিপু বলেন, চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন তারা। আতাইকুলা দোকান মালিক সমিতির সভাপতি নাছিম উদ্দিন টেনু বিশ্বাস ও আতাইকুলা বনিক সমিতির সাধারন সম্পাদক সেলিম হোসেন একই কথা বলেন এবং নাইট গাডের পাহারার সাথে পুলিশিং তৎপরতার দাবী করেন।
এ বিষয়ে আতাইকুলা থানার ওসি হাফিজুর রহমান বলেন, তিনটি ঘটনাই সাজানো নাটক। পুলিশসহ আইন শৃংখলার একাধিক সংস্থা বিষয়টি তদস্ত করছে। আমরা দ্রুত সময়ে সঠিক তথ্য বের করতে পারবো।