পুঁজিবাদ

// এনামুল হক টগর

ওই দেখো অসৎ আমলা আর ভণ্ড পুঁজিবাদ,
ভোগ বিলাসের আশায় দেশ সমাজ পৃথিবীকে চুষে চুষে খাচ্ছে বিবাদ।
অসহায়দের মিথ্যা আশ্বাস দিচ্ছে ছলনায় অসাম্য জীবন।
ধর্মের শান্তি ও বিশ্ব-মানবতারকে তারা উপেক্ষা করছে সভ্যতার অপমান।
আর্দশের মুখোশ পড়ে তারা নিজেরাই শুধু অবৈধ অর্থ-সম্পদের মালিক হচ্ছে বিষ জর্জর প্রাণ।
শিয়ালের রূপ ধরে তারা যেন কুমির ছানাকে বর্ণ শেখাচ্ছে অবক্ষয় প্রতারণা।
কেউ না বুঝলেও জ্ঞানী ও দেশপ্রমিকরা ঠিকই বুঝে যাচ্ছে তাদের আচারণ।
কেউ কেউ মুখে সভ্যতার বাণী ও গোপনে গোপনে ভূমিদূস্যর অপকর্ম পরিচয়।
আবার কেউ কেউ ভেতরে ভেতরে দূর্নীতি জুয়া ও ক্যাসিনো ব্যবসায় লুটেরা করে সমাজ ক্ষয়।
আমি শুধু ওই অসৎ দূর্নীতিবাজ আর ওই ভণ্ড পুঁজিবাদদের কথাই বলছি।
সৎ আমলা ও শিল্পপতিরা মানবতার সেবায় কল্যাণ মহৎ!
ভণ্ড আমলা, ভণ্ড পুঁজিবাদ ও শিল্পপতিরা অর্থের বড়াই করে যেন তারা টাকারই দাস।
গভীর রহস্যের ঢাকনা খুলে গেলে একদিন সবাই জানতে পারবে ভণ্ডরাই দেশের বড় শত্রু ও সন্ত্রাস।
তখন তাদের চরিত্রের ঘৃণিত আপকর্ম,দেশ সমাজ ও পৃথিবীতে সবাই করবে লাঞ্চিত!
তোমাদের পাপগুলো হিংস্র পশুর মতো লালসার আগুনে জ্বলে পুড়ে মানবতাকে করবে আহত!
সাবধান সামনে আর্দশ ও ন্যায়-পরায়ণ সময় সভ্যতার শুভ যাত্রা-
অবৈধ সম্পদ আর ব্যবসাগুলো আইনের ধারায় ভেঙে চুরে হবে তছনছ ক্ষত বিক্ষত।
দেশপ্রেমের প্রবল শক্তি ও বিধানের শৃঙ্খলে শত্রুরা হবে পরাজিত।
টাকার দাসদের আমিত্ব অহংকার ক্রোধ ও বিদ্বেষ ভেঙে চুরে ধ্বংস হবে পতন।
সাবধান অসৎ পুঁজিবাদ,সাবধান অসৎ আমলা,সাবধান অসৎ রাজনীতিবিদ,সাবধান সাবধান।