// সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে বনবিভাগের কর্মকর্তার পরিচয়ে দিনদুপুরে সড়কের গাছ কেটে গাড়িতে তোলার সময় হামিদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
হামিদুল দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাল্লাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি বড়ইতলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় বনবিভাগ ওই গাছের গুল জব্দ করেছে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে একটি মিনি ট্রাক যোগে ৮ থেকে ১০ জন শ্রমিক নিয়ে হামিদুল ইসলাম নামের যুবক নিজেকে বন কর্মকর্তার পরিচয় দিয়ে উপজেলার বিনাহালি বড়ইতলী বাজার এলাকায় প্রায় ১৫ হাজার টাকা মূল্যের একটি বড় ইউক্যালেক্ট্যাস গাছ কাটেন। তাদের আচরণ সন্দেহ জনক হওয়ায় স্থানিয়রা গাছ কাটার বৈধ কাগজপত্র দেখতে চান। হামিদুল অপারগতা স্বীকার করলে তাকে আটক করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হামিদুলকে আটক করে থানায় নেওয়া হয়েছে। গাছগুলো উদ্ধার করেছে বনবিভাগ। আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।