নওগাঁয় ৫শ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরন বিতরন

// নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলার শালুকা স্কুল প্রাঙ্গনে জার্মান  দাতা সংস্থা মুসলিম হেলফেন-এর অর্থায়নে সোসাল এইড-এর সহযোগিতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা রানি’র উদ্যগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মো: রফিকুল ইসলাম রবিন, জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, আত্রাই উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সোসাল এইড-এর নির্রাহী পরিচালক বাবুল আকতার, রানি”র প্রধান নির্বাহী ফজলুল হক খান, সাংবাদিক এ এস এম রায়হান আলম এবং শালুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।  এ অনুষ্ঠানে নওগাঁ সদরসহ বিভিন্ন উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ৬টি করে খাতা, কলম অন্যান্য উপকরন প্রদান করা হয়।