// ইয়ানূর রহমান : বেনাপোল বলফিল্ডে সূধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদূজ্জামান খাঁন কামাল বলেন, মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্সে থাকবে সরকার। কোন মতেই আমরা এসব জঘন্যতম অপরাধ দমনে পিছপা হবোনা। দেশের উন্নয়নে সারাবিশ্বের নেতৃবৃন্দ আমাদের নেতৃ বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন মাননীয় শেখ হাসিনার ভূয়সী প্রসংসা করে বলেন, এই দূ:সময়ে বাংলাদেশ এত উন্নয়ন কি করে সম্ভব আমরা হতভাগ হই।
শনিবার (৪ মার্চে) বিকাল ৫টায় সমাবেশে শার্শা উপজেলার গনমানুষের নেতা সংসদ আলহাজ্জ শেখ আফিল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন, তিনি আরো বলেন, আগের বেনাপোল দেখেছি আর এখনকার বেনাপোল দেখছি –এ যেন উন্নয়নের জোঁয়ার বইছে। বেনাপোল বন্দর এখন সব
দিক থেকে স্থায়িত্ব ও দেশের প্রধান ও প্রথম স্থলবন্দর।
সমাবেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, ঝিকরগাছার সাবেক সংসদ সদস্য মনিরুল হুদা, খুলনা রেন্জের ডিআইজি মইনুল ইসলাম পিপিএম,যশোরেরএসপি প্রলয় জোয়ার্দার, শার্শা উপজেলার আওয়ামীগের সভাপতি
বীরমুক্তি যোদ্ধা এমএ মন্জু প্রমূখ উপস্থিত ছিলেন,
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলের নবনির্মিত বাস বাসটার্মিনাল ও ইমিগ্রেশানের ই পাসপোর্ট গেট উদ্ভোধন করেন। ই পাসপোর্ট গেট চালু হওয়াতে যাত্রীদের ভারত বাংলাদেশ যাতায়াতে সময়ক্ষেপন হবে বলে তিনি জানান