মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপ এর ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ (২৪ মাস মেয়াদী) কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ-২০২৩ শনিবার দিনাজপুর শহরের গোপালগঞ্জ বাজারস্থ নিজস্ব অফিস কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। শুধুমাত্র দুপুর ১টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত বিরতি প্রদান করা হয়। উক্ত নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। মোর্শারফ-হাসিব এবং মোকাদ্দেসুর-সাদেকুল প্যানেল। উক্ত নির্বাচনে ১১টি পদে ২২ জন প্রার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে মোর্শারফ প্যানেলের ২জন ও মোকাদ্দেসুর প্যানেলের ৯জন বিজয়ী হয়। সভাপতি পদে মোঃ মোর্শারফ হোসেন ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোকাদ্দেসুর রহমান তুহিন পেয়েছেন ৩৬ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মতিউর রহমান ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইকবাল চৌধুরী পেয়েছেন ৩৮ ভোট। সহ-সভাপতি পদে মোঃ খাতির আলী ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল আলম পেয়েছেন ৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ সাদেকুল ইসলাম ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিব উদ্দীন আহম্মদ পেয়েছেন ৩৪ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সৌরভ আলী ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিত দে পেয়েছেন ৪০ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ ফরিদুল ইসলাম ৫১ ভোট পেয়ে বিজীয় হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরউদ্দীন আহাম্মদ পেয়েছেন ৩২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাহামুদর রশিদ ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম পেয়েছেন ৩৬ ভোট। দপ্তর সম্পাদক পদে সৈয়দ মোস্তাফিজুর রহমান ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ৩৮ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে যারা বিজয়ী হয়েছেন সলিল বসাক, মোঃ আমিনুল হক ও মোঃ শাহানুর আলম। ভোট গণণা শেষে ফলাফল ঘোষনা করেন দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আশফাক আহম্মদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইকবাল রায়হান সোহেল এ্যাডভোকেট, শামিম বিন গোলাম পাল এ্যাডভোকেট ও মোঃ মাহফুজুর রহমান খান বিপুল এ্যাডভোকেট। উক্ত নির্বাচনে ৮৬জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।