নাটোরে তিনফসলী জমিতে পুকুর খনন, লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
নাটোরে নলডাঙ্গায় অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন ও পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে টিটু লাহিড়ী নামের এক ব্যক্তির লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্র“য়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এ জরিমানা করেন।
অর্থদন্ডপ্রাপ্ত টিটু লাহিড়ীর বাড়ি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার খাজুরা লাহিড়ী গ্রামে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছ, টিটু লাহিড়ী তার মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে উপজেলার খাজুরা গ্রামে নিজ ফসলি জমিতে পুকুর খনন করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এতে সরকারি পাকা সড়ক নষ্ট হচ্ছিল। খবর পেয় উপেজলা প্রশাসন থেকে সেখানে অভিযান পিরচালনা করা হয়। আইনের আওতায় এনে একজনকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার ১৫ (১) ধারায় টিটু লাহিড়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মাটি কাটার মেশিন ও ট্রাক্টর ব্যাটারি জব্দ করা হয়েছ।বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চত কেরছন।