কয়রাবাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতিবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

পাবনার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষা্র মান উন্নয়ন ও আগামী ৫ মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হেলাল প্রামানিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন, মোঃ আকলাম প্রামানিক, সাবেক ইউপি সদস্য মোঃ সদর উদ্দিন খান, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত আলী মুন্সি, ডা. সোঃ ইউনুস আলী, মালঞ্চি ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মুন্টু, সাবেক ইউপি সদস্য মোঃ মোহন বিশ্বাস, সিনিয়র শিক্ষক সৈয়দ ছা্ইফুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন, কেএম মহব্বত হোসেন, আব্দুল মমিন। এসময় উপস্থিত থেকে বক্তব্যদেন কমিটির সদস্য মোঃ রোকন আলী, মোঃ রেজাউল করিম, আবুল কালাম আজাদ। সমাজ সেবক আঃ সোবাহান, আব্দুল মোমিন, আইয়ুব আলী শেখ, সাহেদ আলী, রফিক বিশ্বাস, আঃ মজিদ মোল্লা, আঃ মজিদ খান

সহ স্থানীয় সুধীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মানিক উদ্দিন।