// সঞ্জু রায়, বগুড়াঃ বগুড়ায় শনিবার রাতে শহরের টিএমএসএস মোবাইল মার্কেটের নিচতলায় দেশীয় মোবাইল কোম্পানী এমিগো এল্যায়েন্স বিডির ‘মিগো’ মোবাইলের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কেক কেটে বগুড়ায় দেশীয় এই মোবাইল ব্র্যান্ডের ব্যবসায়ীক যাত্রার উদ্বোধন করেন জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মিগো মোবাইলের বগুড়া জেলার পরিবেশক শেখর রায়।
এসময় মিগো মোবাইলের রিজিওনাল সেলস ম্যানেজার আহসানুল বারী, টেরিটরি সেলস ম্যানেজার নাঈম হোসেন, ডিস্ট্রিবিউশন ম্যানেজার আলতাফ হোসেনসহ মার্কেটের ব্যবসায়ীদের মাঝে এ বাসেদ, আবু সাঈদ, বিশ্বনাথ কুন্ডু, হুমায়ুন কবির মুন, আব্দুল ওয়াদুদ মুকুল, মো: ডাবলু, মো: ছোটন, মো: রনি, শাহীন মিয়া, দুপচাঁচিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সমর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
মিগো মোবাইলের সংশ্লিষ্টরা জানান, দেশীয় কোম্পানী মিগো ইতিবাচক ধারায় প্রতিযোগিতার এই বাজারে শতভাগ মান বজায় রেখে প্রাথমিকভাবে সাশ্রয়ী মূল্যের ৩টি ফিচার ফোন এনেছে। যে মোবাইলগুলোতে শক্তিশালী ব্যাটারি, বিগ টর্চ, স্বয়ংক্রিয় কল রেকর্ডিং সার্ভিসসহ আকর্ষণীয় নানা ফিচার সংযুক্ত করেছে যা ক্রেতা চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।