পাবনায় স্যালাইন কোম্পানীর জরিমানা

// ভ্রাম্যমান প্রতিনিধিঃ পাবনায় ঔষধ তত্বাবধায়ক দ্বারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অনুমোদনবিহীন ওরাল স্যালাইন এন কোম্পানীকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।
পাবনায় ঔষধ তত্বাবধায়ক সুত্রে জানা যায়, গত ২৩ ফেব্রয়ারী বিকালে এক গোপন অভিযান পরিচালনা করা হয়। পাবনার শিবরামপুর এলাকায় ডোরা ফুড এন্ড বেভারেজ পাবনা নামক কোম্পানী সরকারী অনুমোদন না নিয়েই ওরাল স্যালাইন এন নামে খাবার স্যালাইন তৈরী করে বাজার জাত করে আসছিল। এ কোম্পানীতে অভিযান পরিচালনা করেন এক্সিট্রিটিভ ম্যাজিষ্ট্রেট তৌফিকুর রহমান ও পাবনা ঔষধ তত্বাবধায়ক কর্মকর্তা সৈকত কুমার কর সঙ্গীয় পুলিশসহ স্যালাইন আটক করেন। কোম্পানীর মালিক হায়দার আলী খাকে ১৫০০০ টাকা জরিমানা করেন। এর আগের দির জালালপুর বাজারে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার দায়ে সুফী মেডিক্যাল হলকে ১০০০ টাকা ও মাষ্টার মেডিক্যাল হলকে ১৫০০ টাকা জরিমানা আদায় করেন। পাবনা ঔষধ তত্বাবধায়ক কর্মকর্তা সৈকত কুমার কর বলেন, ঔষধ একটি জীবণ রক্ষাকারী, এর সঠিকতা থাকতে হবে। জেলায় অভিযান অব্যহত থাকবে।