সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় বুধবার বিকেলে শহরের কলোনী এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আকষ্মিক অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার জান্নাতুল নাইম ও খালিদ বিন মনসুর অভিযানটি পরিচালনা করেন।
বগুড়া জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে সড়কে রেস্তোরাঁ বসানোর দায়ে ৩ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন, মহব্বত,ফিরোজ ও সারোয়ার। তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা ও রেস্তোরাঁ সড়ক থেকে উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বগুড়া পৌরসভার পরিদর্শক শাহ আলী ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, সড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।