পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

// রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় অবৈধভাবে খাদ্য মজুদদারদেও বিরুদ্ধে অভিযান চালানো, শব্দ দুষণকারী দের বিরুদ্ধে অভিযান চালানো, ভেজাল বিরোধী অভিযান জোরদার করা, উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মনিটর বাড়ানো, নিরবিচ্ছন্ন বিদুৎ সরবরাহ, উন্নয়ন কাজ তরান্বিত করন, অনাবাদী জমি আবাদ যোগ্য করার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকী বিল্লাহ, বেড়া পৌরসভা মেয়র আসিফ শামস রঞ্জন, জেলা খাদ্য কর্মকর্তা তানভির ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমী, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।