তাড়াশে পুকুর খনন বন্ধে কৃষকদের মানববন্ধন ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

তাড়াশ (সিরাজগঞ্জ)  প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে তিন ফসলি জমিতে পুকুর খনন করে জলাবদ্ধতা সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় কৃষকেরা। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর, মধুরাপুর,বোয়ালিয়া সহ বেশ কিছু গ্রামের কৃষকেরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। মানববন্ধনে কৃষকেরা দাবী করেন হয় ৩ ফসিল জমিতে জলাবদ্ধতা দুরকরে  ফসল ফলানোর ব্যবস্থা করে দেওয়া নইলে মাছ চাষের ব্যবস্থা করে দেওয়া। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে গিয়ে  কৃষকদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের কথা জানান।
উল্লেখঃ তাড়াশ উপজেলার বিভিন্ন মাঠে কোন প্রকার অনুমতি ছাড়াই ভেকু মেশিন দিয়ে দিনে রাতে মাটি খনন করছে এক শ্রেণীর অসাধু মাটি ব্যবসায়ীরা। ফলে দিন দিন কৃষকদের ফসলি জমি কমে যাওয়া সহ তৈরি হচ্ছে জলাবদ্ধতা।