লালমনিরহাট প্রতিনিধি।
জমিতে সার দেয়ার সময় সীমান্ত এলাকায় কৃষকের ক্ষেতের সার আটক করে বিজিবি। কৃষকের ক্রয় করা সার নিজ জমিতে দিতে বাঁধা দিলে বিজিবির লাঠির আঘাতে ৩জন কৃষক আহত হয়েছে। পরে নিজেদের দোষ এড়াতে ৪ বস্তা সার চোরাচালান পন্য দেখিয়ে ২জন কৃষকের নামসহ অজ্ঞাত আরও ২০জন কৃষকের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করেছে বিজিবি।
ঘটনাটি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারীতে সীমান্ত এলাকায় ঘটে।
এদিকে কৃষকের বিরুদ্ধে বিজিবি’র মামলার ঘটনায় সীমান্তে আতংক বিরাজ করছে। মামলার ভয়ে অনেক কৃষক বাড়ি ও ক্ষেত খামার ছাড়া। ঘটনাটি বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে ঘটলেও রাতে মামলা করেছে বিজিবি।
জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে আব্দুস সাত্তারের জমিতে সকালে ভুট্রা ও তামাক ক্ষেতে ৪ বস্তা সার সীমান্ত ঘেষা জমিতে সার দেওয়ার জন্য তারা নিয়ে আসে খামারে। এমন সময় সীমান্তে দীঘলটারী টহল বিজিবি সদস্যরা পাচারের উদ্যেশ্য আনা ভেবে ৪ বস্তা সার দীঘলটারী ক্যাম্পে নিয়ে যায়। ওই সার সীমান্ত হতে যাওয়ার পথে কৃষকরা তাদের বৈধ সার বলে দাবী করে ফেরত চায়। তবে বিজিবি’র ধারনা তারা সার গুলো ভারতে পাচারের উদ্যেশ্য আনা হয়েছে। এ নিয়ে বিজিবি সদস্যদের সাথে কৃষকদের কথা কাটাকাটি হয়। বিজিবি এক পর্যায়ে কৃষকের উপর লাঠি চার্জ করে। এ সময় বিজিবি’র লাঠি চার্জে ৩জন কৃষক আহত হয়। সিরাজুল নামের এক কৃষকের মাথা ফেটে গুরত্ব আহত হয়। আহত কৃষকরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নেয়।
এ ঘটনায় দীঘলটারী ক্যাম্পের বিজিবি বাদী হয়ে আদিতমারী থানায় কৃষক সিরাজুল ও তার ভাই শরিফুল ইসলামসহ অজ্ঞাত আরও ২০জন কৃষকের নামে মামলা দায়ের করে। বিজিবি কর্তৃক অজ্ঞাত ২০জন কৃষক কে আসামী করায় এলাকায় আতংক বিরাজ করছে। অজ্ঞাত ২০জন মামলায় উল্ল্যেখ করায় পুরুষ সদস্য গ্রাম ছাড়া। আতংকে অনেক কৃষক সীমান্ত ঘেষা জমিতে চাষাবাদ করতে যাচ্ছে না।