পথশিশু ও কর্মজীবী শিশুদের বিনামূল্যে “মানুষের অধিকার স্কুলে” শিক্ষা শিক্ষা দান

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মানুষের অধিকার নিয়ে কাজ করছে মানুষের অধিকার ফাউন্ডেশন ঃ সমাজের ঝরে পড়া পথশিশু এবং কর্মজীবী শিশুদের নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে এ সংস্থাটি।। তারই ধারাবাহিকতায় “মানুষের অধিকার ফাউন্ডেশন” তাদের নিজ উদ্যোগে এবং অর্থায়নে “মানুষের অধিকার স্কুল” নামে একটি স্কুল গঠন করেছে। যেখানে প্রায় ৭০ জন পথশিশু ও কর্মজীবী শিশু যারা বিভিন্ন কারণে শিক্ষা থেকে বঞ্চিত তাদেরকে বিনামূল্যে শিক্ষা শিক্ষা দান করে আসছে । সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নিয়ামুল হক জানান- মৌলভীবাজার জেলা ব্যাপি মানুষের অধিকার নিয়ে কথা বলতে ও মানবাধিকার নিয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছেন। অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সেই সকল মানুষের অধিকারের বিষয়ে সচেতনতা ও বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা। সেই লক্ষ্যে জেলার সকল থানা এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে ইউনিট কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।। সংস্থাটির প্রদান আরো জানান, এই কমিটি গুলোর মাধ্যমে তাঁরা তৃণমূল পর্যায়ের মানুষের অধিকারের তথা মানবাধিকারের কথাগুলো রাষ্ট্রের কাছে তুলে ধরবেন।। এবং তাদেরকে তাদের অধিকারের বিষয়ে সচেতনতার লক্ষ্যে কাজ করবেন। তাছাড়া সংস্থাটির প্রধান কার্যালয় সাকুরা মার্কেট, কোর্ট রোড, মৌলভীবাজার এর অফিসে মানুষের স্বার্থে এবং মানবাধিকার নিয়ে যারা কাজ করতে আগ্রহী তাদেরকে এই সংস্থায় যোগদান করে কাজ করার জন্য আহ্বান জানান।