মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রনিতিধি : শেরপুরের শ্রীবরদীতে ৬ হাজার ২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলো বিনামূল্যে উচ্চ ফলনশীল হাইব্রিড ও উফশী জাতের বোরো ধানের বীজ ও সার।
১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিস চত্বরে
এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রান্তিক কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ ডি এম শহীদুল ইসলাম । এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাদিকুল হাসান স্বাক্ষর, কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত জাহান লোপা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২২-২৩ ইরি – বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলায় ৬হাজার ২শত জন কৃষককর কৃষি প্রণোদনার আওতায় বিনামুল্যে বীজ ও সার দেয়া হচ্ছে। এর মধ্যে ৩ হাজার কৃষককে হাইব্রিড জাতের ধানের বীজ, ৩ হাজর ২শ জন কৃষককে ৫কেজি হারে উচ্চ ফলনশীল (উফশি ) জাতের বীজ এবং জনপ্রতি ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।