নাটোরে মাদক মামলায় যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
নাটোরে একটি মাদক মামলায় হরেোইন বহনরে দায়ে মাইনুল ইসলাম হক নামে এক ব্যক্তকিে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ জরমিানা অনাদায়ে ৬ মাসরে কারাদন্ডাশরে রায় দয়িছেনে নাটোরর সনিয়ির জলো ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দনিরে আদালত। মাইনুল চাপাইনবাবগঞ্জ সদর উপজলোর নামোরাজারামপুর এলাকার মৃত তরকিুল ইসলামরে ছলে।ে দুপুরে আসামীর উপস্থতিতিে তনিি এই রায় প্রদান করনে।
আদালত সূত্রে জানা যায়, গত বছররে ১৬ এপ্রলি গভীর রাতে বড়াইগ্রামরে রয়না পাম্প এলাকায় একটি হলুদ পকিআপে অভযিান পরচিালনা করে আসামী মাইনুলকে তার ব্যাগে থাকা ৩০০ গ্রাম ও সটিরে নচিে রাখা ৩০০ গ্রামসহ মোট ৬০০ গ্রাম হরেোইন উদ্ধার করে পুলশি। এ ঘটনায় পররে দনি ১৭ এপ্রলি বড়াইগ্রাম থানায় একটি মাদক মামলা রুজু হয়। পরে তদন্ত শষেে পুলশি ২০২১ সালরে ১৮ মে মাইনুলকে আসামী করে র্চাজশীট প্রদান করনে। মামলার র্দীঘ শুনানী শষেে অভযিোগটি সন্দহোতীত ভাবে প্রমাণতি হওয়ায় এই দন্ডাদশে প্রদান করলনে। আসামীর উপস্থতিতিে রায় প্রদানরে পর তাকে জলে হাজতে পাঠানো হয়।