আর কিছু দিন পরেই কাতারে পর্দা ওঠবে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপের ম্যাচ মাঠে গড়াতে বাকী আর মাত্র ৩ দিন। বিশ্বকাপের উন্মাদনা সমর্থক থেকে শুরু করে ছড়িয়ে পড়েছে ফুটবলারদের মাঝে। বিশ্বকাপের খেলা মাঠে গড়ানোর আগে অনেকেই জানাচ্ছেন নিজেদের মতামত ও বিশ্বকাপকে ঘিরে স্বপ্নের কথা। এবারের বিশ্বকাপে নিজের স্বপ্নের কথা জানালেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
লন্ডনভিত্তিক ক্রীড়াবিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘একবার ক্যাসেমিরোকে মজা করে বলেছিলাম, ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে পর্তুগাল। সত্যি বলতে, এটা আমার কাছে একটা স্বপ্নের মতো।’
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিটি বিশ্বকাপেই ফেভারিট হিসেবে বেশ ওপরেই থেকে ব্রাজিল। আর ফুটবলে বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা হলো বিশ্বকাপ। আর তাই এমন সমীকরণ মেলান বেশ কঠিন মানছেন রোনালদো। তিনি আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা হচ্ছে বিশ্বকাপ। আমি ব্রাজিল-পর্তুগাল ফাইনালের স্বপ্ন দেখছি। জানি এটি খুবই কঠিন হবে। তবে স্বপ্ন হচ্ছে মুক্ত এবং সবসময় স্বপ্ন দেখছি।’