তাড়াইলে ফুটবল প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত

মজিবুল হক চুন্নু তাড়াইল উপজেলা প্রতিনিধি ঃ

গত ২০ জুন ২০২৫ ইং শুক্রবার, বিকেল ৪ ঘটিকার সময়, তাড়াইল থানা পুলিশ একাদশ ও তাড়াইল মোবাইল ব্যবসায়ী সমিতির একাদশের মধ্যকার, একটি ফুটবল প্রীতি ম্যাচ তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়।

ফুটবল প্রীতি ম্যাচ উপস্থিতিতে শুরু করেন তাড়াইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান ও তদন্ত অফিসার শ্যামল দত্ত, তাড়াইেল মাটিতে পুলিশ ও জনতা মাঝে এই প্রথম ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, ফুটবল প্রীতি ম্যাচে মাধ্যমে মানুষের মনে আন্তরিকতা ও বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। পুলিশ জনতার বন্ধু।

উক্ত খেলাটি দেখার জন্য তাড়াইল থানা বিভিন্ন স্থান থেকে শতশত দর্শক ও জনতা উপস্থিত হন এবং সাধারণ জনতা আনন্দ সাথে খেলাটি উপভোগ করেন।
উক্ত খেলাটি ৩/১ গোলে খেলাটি শেষ হয়। তাড়াইল মোবাইল ব্যবসায়ী সমিতি তিন গোলে এগিয়ে বিজয়ী লাভ করেন।

তাড়াইল থানা অফিসার ইনচার্জ জনাব সাব্বির রহমান বলেন।এই সমস্ত খেলা কিছুদিন পর পর অনুষ্ঠিত হলে। পুলিশ ও জনতার মাঝে আরো কাছাকাছি বন্ধত্ব সম্পর্ক স্থাপন হবে। খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে খেলার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।