সাঁথিয়ার ইউএনও’র আতাইকুলায় রাস্তার যানজট ও বাজার মনিটরিং

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আতাইকুলা বাজারের হাইওয়ে রাস্তার উপর বিভিন্ন যান বহন রেখে যানজট সৃষ্টি করা জনসাধারনকে সচেতনা বৃদ্ধি করেন। শনিবার দুপুরে তিনি আতাইকুলা বাজার মনিটরিং করেন।
জানা যায়, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ পাবনা-ঢাকা মহাসড়কের দুই পাশে নসিমন, করিমন, ভটভটি, রিক্সা ভ্যান, হোন্ডা, সিএনজিসহ বিভিন্ন যান রেখে রাস্তায় যান এবং মানুষ চলাচলের বিঘœ ঘটায়। সেই সাথে সড়ক দুর্ঘটনায় মানুষের জান মালের ক্ষতির আশঙ্কা থাকে। এসকল বিষয়ে ওই সকল যান বহনের মালিক, চালককে বিভিন্ন সচেতনা মূলক উপদেশ ও আইনের ব্যাখ্যা দিয়ে সচেতন করেন। এসময় তিনি বাজারের দোকানীদেরকে বেশী সচেতন হতে বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন বলেন এ অভিযান অব্যহত থাকবে। যারা অমান্যকরবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।