আত্রাইয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

      রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধিঃ-“বঙ্গবন্ধুর দশন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাইয়ে একান্ন তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মাসের প্রথম শনিবার সকালেউপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কাযালয় এবংসমবায়ীবৃন্দ,আত্রাই-নওগাঁর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এস এম নিজাম উদ্দিন আহম্মেদ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামনীগ্রাম মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি অজিত কুমার,ইসলামগাথী ভূমিহীন সমবায়সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কেন্দ্রিয় সমবায় লিঃ মোঃ ফজলে রাব্বী ‍জুয়েল, আত্রাই সমবায় সহকারী পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, অবসর প্রাপ্ত অফিসার আলহাজ্ব জুলহাস উদ্দিন,অফিস সহকারী মোঃ জাকির  হোসেন প্রমূখ। এসময় উপজেলা সমবায় অফিসের বিভিন্ন পযায়ের কমকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।পরে 2020-2021বাষিক নীরিক্ষায় প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগেরিতে দশটি প্রতিষ্ঠানতে সন্মননা দেয়া হয়।এবং আত্রাই উপজেলায় মৎস্যজীবি মঃসঃলিঃ শ্রেষ্ঠ সমবায়ী শ্রী ভূষন চন্দ্র হালদারকে সন্মননা প্রদান করা হয়।