রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার (৫ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) রশিদুল হাসান, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বিজয় বসাক,বিভাগীয় সমবায় কার্যালয় রাজশাহীর যুগ্ম নিবন্ধক আেব্দুল মজিদ,রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলী কামাল,উত্তরণ সেভিং এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মিজানুর রহমান, নগর দরিদ্র মহিলা সমবায় সমিতিরষ লিমিটেডের সদস্য আয়েশা ইসলাম মুন্নি,বাংলাদেশ বেতারের উপস্থাপন আব্দুর রোকন মাসুম প্রমুখ। উল্লেখ্য, জাতীয় সমবায় দিবস সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়