চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অর্থাৎ চাটমোহর পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুলের পিতা ইসমাইল হোসেন ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
সোমবার (১২ মে) রাত পৌনে ৮টার দিকে চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম ইসমাইল হোসেন দীর্ঘ বছর চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
মরহুমের ছেলে তৌহিদুল ইসলাম তাইজুল জানান, তার বাবা দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, কিডনী, লিভার, হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে শয্যাশায়ী ছিলেন।
ঙ্গলবার (১৩ মে) সকাল ১০ টায় বালুচর ঐতিহাসিক খেলার মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে শাহী কবরস্থানে তাকে দাফন করা হবে।