অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (বিআরডিবি) এর নির্বাচনী তফসিল অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ জুন ২০২৫ ইং তারিখে। নির্বাচনী তফসিল অনুসারে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ছিল ৬ মে মঙ্গলবার পর্যন্ত। শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করলেন উপজেলার মধ্য সুজনকাঠী কৃষক সমবয় সমিতির প্রতিনিধি ও বরিশাল জেলা উত্তর তাঁতী দলের সদস্য সচিব মো. আক্তারুজ্জামান। এ পদে আর কেউ মনোনয়নপত্র ক্রয় করেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আফজাল হোসেন। আর এ কারণে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন মো. আক্তারুজ্জামান।
সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলা সমবায় অফিসারে সভার সিদ্ধান্ত মোতাবেক আগৈলঝাড়ার কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনি তফসিল ঘোষনা করা হয়ে থাকে। নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে একটি মাত্র মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
এব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার আগৈলঝাড়া উপজেলা সমবায় অফিসার মো. আফজাল হোসেন, সহকারি নির্বাচন কমিশনার বরিশাল জেলা অফিস তাঁত-তত্ত্বাবধায়ক আনোয়ার সাদাত মো. খান রাফিন ও আগৈলঝাড়া বিআরডিবি জুনিয়র অফিসার (হিসাব) মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, নির্বাচনী তফসিল অনুসারে মনোনয়নপত্র বিক্রির শেষ দিন ছিল ৬ মে পর্যন্ত। উপজেলার মধ্য সুজনকাঠী কৃষক সমবায় সমিতির সদস্য মো. আক্তারুজ্জামান নামে একজন মনোনয়নপত্র ক্রয় করেছেন। আর কেউ মনোনয়নপত্র না কেনার কারনে আক্তারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন।
নবনির্বাচিত বিআরডিবির চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান সাংবাদিদের বলেন, আমি প্রথমে আমার উপজেলার বেকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের তালিকা তৈরি করব। তারপরে চাকুরির হতাশা ও বেকারত্ব দূর করতে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সরকারের সহায়তায় কর্মসংস্থানের ব্যবস্থা করব। নতুন নতুন উদ্যোক্তা তৈরি করবো। এছাড়াও মাদককে নির্মূল করার জন্য যুবক-যুবতিদের নিয়ে প্রতিটি গ্রামে গ্রামে কাজ করে যাবো।
