আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি, :
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে উপজেলার গৈলা বাজারে বসে ছাত্রলীগ নেতাকর্মীরা মারধর করে তার মোটরসাইকেল ভাংচুরসহ ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই মামলার আসামী গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত.মোতালেব সন্যামতের ছেলে উপজেলা যুবলীগ সদস্য শফিউর রহমান শিপনকে নিজবাড়ি পূর্ব সেরাল থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
