আবু ইসহাক, সাঁথিয়া থেকেঃ পাবনার আতাইকুলায় দুবলিয়া হাইস্কুল মাঠে আব্দুল মাজেদ আলী স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৯/০৪/২০২৫ খ্রিঃ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় আতাইকুলা থানাধীন দুবলিয়া হাইস্কুল মাঠে মাজেদ আলী স্মৃতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহাতাব উদ্দিন বিশ্বাস, প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা বিএনপি পাবনা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আতাইকুলা থানার অফিসার ইনচাজ্ একেএম হাবিবুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন আনিসুল হক বাবু, যুগ্ম আহবায়ক জেলা বিএনপি পাবনাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উক্ত ফুটবল ম্যাচে অত্র এলাকার অনুমান ২০০০ এর মত দর্শনার্থী উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। উক্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠানে থানার অন্যান্য অফিসার ও ফোর্স এবং দুবলিয়া স্থায়ী পুলিশ ক্যাম্প এর অফিসার ও ফোর্স আইনশৃঙ্খলা ডিউটিতে মোতায়েন ছিলেন। খেলাটি স্বল্প সময়ে শান্তি পুর্ন ভাবে সমাপ্ত হয়। খেলায় পাবনা সদর উপজেলা মন্ডলপাড়া স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলে দুবলিয়া স্পোর্টিং ক্লাব ক্লাব কে পরাজিত করে।
