বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার বেড়ায় ইজিবাইক এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার আমিনপুর – কাশীনাথপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় , ঘটনার দিন বিকেলে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার কাজিরহাট এলাকায় যাচ্ছিল নিহত দুই এসএসসি পরীক্ষার্থী। কাশীনাথপুর-আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় থেকে ইজিবাইকটি মহাসড়কে উঠছিল। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়।
নিহতরা হলেন, আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের করিম কারীর ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিল। আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুস সালাম সিদ্দিকী জানান, মোটরসাইকেল দ্রুতগতিতে চলায় এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।#
